অভিনেত্রী স্বস্তিকা অসহায়দের পাশে দাঁড়ালেন

0
111
Sastika-Dro-7-p-9
অভিনেত্রী স্বস্তিকার ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

মাস দুয়েক আগে আম্পান ঝড়ে বিধস্ত হয়ে যাওয়া দুর্গম এলাকাগুলোতে বৃষ্টি মাথায় করে পৌঁছে গেলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

ঝড় চলে গেলেও এসব এলাকায় তা-বের প্রভাবে ভুগছে প্রান্তিক অঞ্চলের মানুষেরা। একরাশ চিন্তা নিয়ে অসহায় মুখেদের ভীড়। এমন কঠিন পরিস্থিতিতেই আমফান বিধ্বস্ত হলদায় গেলেন স্বস্তিকা। শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

বইখাতা, পেন-পেন্সিল, খাদ্যসামগ্রীর পাশাপাশি মহিলাদের স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে স্যানিটারি ন্যাপকিনও দান করলেন অভিনেত্রী। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি। একেবারে আপনজনের মতোই। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে এতটা কাছ থেকে পেয়ে হলদার বাসিন্দারাও উচ্ছ্বসিত।

উল্লেখ্য, ‘সন্ধি’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ৭ তারিখ হলদায় গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অনেকটা নিজের মতো করেই সময় কাটালেন তিনি । ত্রিপলের ছায়ায় বাচ্চাদের নিয়ে রাত কাটানো। সেখানেই রান্না-বাড়া, খাওয়া-দাওয়া। কেউ কেউ তো আবার সেই একটি ত্রিপলের ছাউনিতেই চার-পাঁচ সদস্যের গোটা পরিবার নিয়ে রয়েছেন, গ্রামবাসীদের সঙ্গে সবটাই ঘুরে দেখলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা।