দ্রোহ বিনোদন ডেস্ক
‘ডাক দিয়াছেন দয়াল আমারে, রইবো না আর বেশিদিন, জনপ্রিয় গানটির শিল্পী এন্ড্রু কিশোর দয়ালের ডাকে সাড়া দিয়েছেন। আর কোনো গান গাইবেন না সদ্য প্রয়াত এ শিল্পী।
প্রয়াত এই প্লেব্যাক সম্রাটকে উৎসর্গ করে এবার গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বাংলাঢোলের প্রযোজনায় গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে ।
আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই
‘ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান/বুকের মাঝে পুষে রেখে জমা অভিমান/ ও সে গাইবে না আর গান’- তরুন মুন্সীর এমন কথা, সুর ও আহমেদ কিসলুর সংগীত পরিচালনায় ‘সে গাইবেনা আর গান’ শিরোনামের গানটি ২৪ জুলাই বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। গানটির অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।
গান নিয়ে আসিফ আকবর বলেন, ভাবিনি এন্ড্রু কিশোর দা’কে উৎসর্গ করে কখনো গান গাইতে হবে।