এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা করলো মা

0
127

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে এক মা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার কালিচরণপুর এলাকা হনুফা বেগম সুমী নামের এক মাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। হনুফা বেগম একই উপজেলার বার্থা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে বার্থা গ্রামের আলমগীরের হোসেনের সঙ্গে হনুফা বেগমের বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন হনুফা।

আরও দেখুন-খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মঙ্গলবার দুপুরের দিকে হনুফা তার মেয়েকে নিয়ে মুরারীপুর গ্রামে গিয়ে শিশুটিকে একটি পুকুরের পানিতে ফেলে দেন। এ সময় এলাকাবাসী হনুফাকে পুকুর পাড় দিয়ে দৌড়ে চলে যেতে দেখেছেন। এলাকাবাসী ওই পুকুর থেকে শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই নিহত শিশুটির মা হনুফা পলাতক ছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশু সুমাইয়ার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে স্ত্রী হনুফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।