এক বছর পর নাটকে আয়েশা মুক্তি

0
170
DROHO-MUKTI-6-P3
আয়েশা মুক্তি

দ্রোহ বিনোদন ডেস্ক

ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ করেন আয়েশা মুক্তি। তবে পরবর্তী সময়ে মডেলিংয়েও নাম লেখান। এ মাধ্যমে কাজে পরিচিতি তৈরি হওয়ার পর অভিনয় শুরু করেন। তবে নাটকেই বেশি অভিনয় করেন মুক্তি।

এখন পর্যন্ত তিনটি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে তার। হাসিবুল ইসলাম মিজানের পরিচালনায় ‘তুমি আছ হৃদয়ে’ ছবি দিয়ে নজর কাড়েন সবার। এরপর শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবিতে শাকিব খানের বিপরীতে সাবলীল অভিনয় করেন তিনি।

তার ক্যারিয়ারের তৃতীয় ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এর নাম ‘আমরা একটি সিনেমা বানাব’। আশরাফ শিশিরের পরিচালনায় ছবিটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে এখনও মুক্তি পায়নি। এটি মুক্তির প্রক্রিয়ার মধ্যেই করোনাকাল শুরু হয়।

ছবির ব্যস্ততা শেষে করোনাভাইরাসের প্রকোপের আগে নাটকে নিয়মিতই কাজ করছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি আবারও নাটকের অভিনয়ে ফিরেছেন। প্রায় এক বছর পর অভিনয় করলেন একটি নাটকে। নাম ‘আমি বিয়ে করব না’।

পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এতে তিনি একজন ডিভোর্সি গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন। এ নাটক প্রসঙ্গে আয়েশা মুক্তি বলেন, ‘করোনার কারণে অনেকদিন অভিনয়ে বিরতি পড়েছিল। সেই বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছি। এ নাটকের গল্পে একটি সামাজিক বক্তব্য আছে। আশা করছি দর্শক নাটকটি দেখে সচেতন হবেন।’ আরও কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব আছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। শিগগিরই এগুলোতে কাজের বিষয়টি চূড়ান্ত করবেন তিনি।