করোনায় আক্রান্ত নির্মাতা ছটকু আহমেদ

0
119
ছটকু আহম্মেদ-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ‘সত্যের মৃত্যু নেই’ ছবির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি মঙ্গলবার ছটকু আহমেদ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ বলেন, ১২ আগস্ট আমার জ্বর আসে। এরপর জ্বর না কমাতে ১৫ আগস্ট করোনা টেস্ট করাই। ১৬ তারিখ রিপোর্ট পাই, পজিটিভ আসে। দুইদিন বাসায় আইসোলেশনে ছিলাম। এই দুই দিনেও জ্বর না কমায় বাধ্য হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছি।

তিনি আরও জানান, জ্বর ছাড়া আপাতত তার অন্য কোনো উপসর্গ নেই। চিকিৎসকরা তার শরীরের অন্যান্য পরীক্ষা করছেন। বুধবার রিপোর্ট হাতে পেলে অন্য কোনো সমস্যা আছে কী না সেটা নিশ্চিত হতে পারবেন।