কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে দলের একাংশের নেতারা ।
শনিবার দুপুরে কুমারখালী – খোকসা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি বাসস্টান্ড, স্টেশনবাজার, থানা মোড়, গণমোড়, হলবাজার, শহীদ গোলাম কিবরিয়া সেতু প্রদণি করে। পরে সেতু এলাকায় এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুভাষ দত্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ প্রমুখ ঊক্তব্য রাথেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। সেই উন্নয়ন সকল জনসাধারণের মাঝে পৌছে দিতে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছি। এই আয়োজন আসন্ন নির্বাচন উপল্েয আমার আগাম বার্তা প্রদান।
তিনি আরো বলেন, দেশে যথা সময়েই নির্বাচন হবে। শেখ হাসিনা যোগ্য লোককেই নৌকার মনোয়ন দিবেন। আমি একজন নৌকার মনোয়ন প্রত্যাশী।