কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি

0
103

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর বালুর ঘাটে ফাঁকা গুলি ছুঁড়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দিইসু রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা বালুরঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্র শর্টগানসহ ৮-১০ জন এসে দশ মিনিটের মধ্যে অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রায় দেড় লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে গেছে। এতে আতঙ্কিত এলাকার মান্ষু।

এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গড়াই নদীর ধার দিয়ে তিনটে মোটরসাইকেল অন্তত ৮-১০ জন ডাকাত অস্ত্রসহ আসে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ড্রয়ার থেকে প্রায় এক লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। পরবর্তীতে দোকান বন্ধু করে বালুরঘাট এলাকা দিয়ে বাড়িতে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন ওষুধ ব্যবসায়ী তরুণ কাজী (৩০)। তিনি ওই এলাকার শহীদ কাজীর ছেলে। তার কাছ থেকে ৩০ হাজার ৭০০ টাকা লুটে নেয় ডাকাতরা। তারপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে মহাসড়ক দিয়ে দ্রæত কুমারখালী শহরের দিকে চলে যায় ডাকাতরা।

জিলাপীতলা মোড়ের মুদি দোকানী আব্দুল জলিল বলেন, তিনটে মোটরসাইকেলে কিছু লোক প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এরপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ টা গুলি করতে করতে কুষ্টিয়ার দিকে চলে যায়। গুলির শব্দে এখন আতঙ্কিত মানুষ।
বালুর ঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন জানান, প্রায় দুই কোটি ১০ লাখ টাকায় পাউবো থেকে জিলাপীতলা বালুরঘাট ইজারা নেওয়া হয়েছে। তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত ব্যক্তি বালুরঘাটে আসেন। তাদের মাথায় হেলমেট পড়া এবং হাতে শর্টগান ছিল। সেসময় তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে দ্রæত চলে যায়। যাওয়ার সময় ডাকাতরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তরুণ কাজীর মা পারুল খাতুন বলেন, ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে ডাকাতরা অস্ত্র ধরে পথ অবরোধ করে এবং পকেটে থাকা ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। আমরা রাতেই থানায় বিষয়টি জানিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক গড়াই নদীপাড়ের বাসিন্দারা বলেন, প্রথমবারের মতো এলাকায় গুলি ও ডাকাতির ঘটনা ঘটেছে। আতঙ্কে কেউ রাতে ঘুমায়নি। পুলিশের নজরদারি বাড়নোর দাবি জানান তারা।

আরও পড়ুন – কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

গুলি ও ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।