কুমারখালী উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

0
205
KUMARKHILY-DRO-16-P13-compressed
কুমারখালীর মানচিত্র

কুমারখালী প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুই হাজার গরীব ও দুস্থ পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান।

শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের তরুণ মোড় এলাকা থেকে দুই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, সেমাই, চিনি) পৌরসভা এলাকা সহ ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমস উপজেলার বিভিন্ন স্তরের নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তুহিন হোসেন উপস্থিত ছিলেন।