কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় যোগদানের একমাস পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান।
শনিবার বেলা ১২টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার যোগদানের একমাস পর এই প্রথম তিনি সাংবাদিকদের সাথে আলোচনায় বসেন। মত বিনিময় সভায় পুলিশ সুপার আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব ও ১৭ অক্টোবর থেকে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসবের নিরাপত্তা নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের মতামত নেন পুলিশ সুপার।
সভায় কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, আপনাদের (সাংবাদিকদের) মতামতের প্রতিটি বিষয় আমরা নোট করেছি। এগুলো নিয়ে পুলিশ কাজ করছে। তারপরও এটুকু বলতে চাই আমরা আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবো।
মো: মিজানুর রহমান বলেন, বিশেষ করে পুজার বিষয়টি আসছে এখন। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ৫ দিন ব্যাপী পুজা অনুষ্ঠিত হবে। পূর্বে যেভাবে পূজা হতো তা থেকে বর্তমানে প্রেক্ষাপট একটু হলেও ভিন্ন। তথ্য পেয়েছি গতবার কুষ্টিয়ায় ২৫৬ টি মন্ডপে পূজা হলেও এবার কমে তা হয়েছে ২২৪টিতে গিয়ে দাঁড়িয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে আমাদের নিরাপত্তা প্লান রয়েছে। সেখানে স্ট্যার্ন্ডিং ফোর্স ছাড়াও ৫ থেকে ৭টি মন্দির নিয়ে একটি মোবাইল পার্টি থাকবে। শনিবার থেকে অনেক মন্দিরে আনসার বাহিনী স্থায়ীভাবে দেওয়া হবে।
তিনি আরও জানান, এবার ২২৪ টি পূজা মন্ডপের ভেতর ১৭৬টি গুরুত্বপূর্ণ। যেখানে কিছুটা হলেও থ্রেট আছে। বাকি ৪৮টি মন্ডপ আছে সাধারণ। যেখানে অতো বেশি সমস্যা নেই।
লালন স্মরণোৎসব নিয়ে পুলিশ সুপার বলেন,আপনাদের মাধ্যমে জানতে পেরছি ওখানেও বিভিন্ন ধরনের থ্রেট আসছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেলার সাথে সংশ্লিষ্টরা বড় ভূমিকা রাখে। আমরা লালনের তীরধান দিবসের অনুষ্ঠান ও মেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘœ রাখার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরো বলেন, স্বাভাবিক কারণেই পরিবর্তীত পরিস্থিতিতে ফিরতে পুলিশ একটু সময় নিয়েছে। যার কারণে আপনারা পুলিশের উপস্থিতি একটু কম দেখেছেন। আমরা ফুল ফেজে যেতে চেষ্টা করছি। এই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন তাদের বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে অবস্থান নেয়া মামলার কথিত আসামি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ যে সকল তাদের চার্জশীট থেকে বাদ না দেওয়ার দাবি জানান।
আরও পড়ুন – খোকসায় গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলায় পাঁচজন আহত
এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বর্তমান পরিষদের যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, তথ্য ও প্রকাশনা সম্পাদক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু, জাতীয় দৈনিক সমকাল ও ডিবিসি টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম ও যমুনা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী, ডিবি ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।