কুষ্টিয়ায় আওয়াামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত

0
119

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ঝাউদিয়ায় আওয়ামী লীগের নেতাদের আধিপত্য বিস্তারের সংঘর্ষে দুই গ্রুপের চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষে নিহত ব্যক্তিরা হচ্ছেন-মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দিদার মন্ডলের ছেলে লাল্টু (৩০), আব্দুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত ১৫ জনের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ইফতারির আগ মুহুত্যে ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস এবং ফজলু মন্ডল গ্রæপের মধ্যে এ রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের ব্যবহৃত দেশীয় অস্ত্রের আঘাতে ওই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম দুই গ্রæপের সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে হতাহতের ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষে নিহত চারজনের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখাছিল।

আরো পড়ুন :  হত্যা-রক্তের মধ্য দিয়েই বিএনপি’র সৃষ্টি -হানিফ

https://thedroho.com/14264/