কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষীদের সংবাদ সম্মেলন

0
226
KUSHTIA-SUGERMIL-DROHO-26-P2

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক কর্মচারী ও আখ চাষীরা বন্ধ ৬ চিনিকলে চলতি মাড়াই মৌসুমে চালুসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে।

শনিবার সকালে কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটকের সামনে এ সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কুষ্টিয়া চিনিকলসহ বন্ধ ঘোষিত ৬ চিনিকল চালু করা, সেই সাথে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও আখ চাষীদের পাওনা টাকা পরিশোধসহ পাঁচ দফা দাবি জানানো হয়। দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।