কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাকচাপায় পলিটেকনিক্যাল ছাত্র ও তার মা নিহত হয়েছেন।
শুক্রবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈলে ইউনিয়নের কবুরহাট গ্রামের নাজমুলের স্ত্রী অঞ্জনা খাতুন ও তার বড় ছেলে ইফতিয়াজ। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষে বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অঞ্জনা খাতুনের শিশুপুত্র ইফাদ। আহতদের প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন – ঝিনাইদেহে স্কুল ছাত্রী ধর্ষনের দুই আসামি আটক
পুলিশ জানায়, সকালে ইফতিয়াজ মা ও তার ছোট ভাইকে নিয়ে কবুরহাট থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বটতৈল মোড়ে পৌঁছলে বিপরীত থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ইফতিয়াজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে মা অঞ্জনা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অঞ্জনা খাতুনের শিশুপুত্রকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।