কুষ্টিয়া ও ভেড়ামারায় কঠোরভাবে লক ডাউন শুরু

0
127
Kushtia-Dro-18-p-6 (1)-compressed
লকডাউন প্রস্তুতি সম্পন করার শেষ মুহুর্ত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার ৮ টি ওয়ার্ড, সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন, ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়নকে রেড জোন হিসেবে পূর্বেই চিহ্নিত করা হয়েছিলো।

বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে এসব এলাকায় লক ডাউন কার্যক্রম শুরু হয়েছে। লক ডাউন কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে জন সাধারণকে অবগত করার জন্য গণ বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। লক ডাউনের আওতায় যে সমস্ত এলাকা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেসব এলাকার রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শহর জুড়ে পুলিশী টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Kushtia-Dro-18-p-6 (2)-compressed
লকডাউন পতাকা এবং ফ্লাট বাড়ীতে জীবানুনাশক ওষুধ ছিটানো

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় কুষ্টিয়া ও ভেড়ামারা উপজেলার সংশ্লিষ্ট এলাকা লক ডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়। কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে যে ৮ টি ওয়ার্ডে লক ডাউন শুরু হয়েছে, ওয়ার্ড গুলো হচ্ছে ১ নম্বর ওয়ার্ড (থানাপাড়া-কমলাপুর), ২ নম্বর ওয়ার্ড (কুঠিপাড়া), ৫ নম্বর ওয়ার্ড (চৌড়হাস-ফুলতলা), ৬ নম্বর ওয়ার্ড (হাউজিং), ৭ নম্বর ওয়ার্ড (কালিশংকরপুর), ১৬ নম্বর ওয়ার্ড (বাড়াদী-মঙ্গলবাড়ী), ১৮ নম্বর ওয়ার্ড (মজমপুর-উদিবাড়ী) এবং ২০ নম্বর ওয়ার্ড (কুমারগাড়া-চেঁচুয়া)।

সেই সঙ্গে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন কে রেড জোন ঘোষণা করে বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে এসব এলাকায় লক ডাউন শুরু হয়েছে।

আরও পড়ুন

খোকসার নবাগত ইউএনওসহ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজেটিভ

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এসব এলাকাগুলো ২১ দিন লকডাউন থাকবে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে বসে নিত্যপণ্য, কাঁচাবাজার ও জরুরি ওষুধ (ক্যাশ অন ডেলিভারি) পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে হট লাইন চালু করা হয়েছে। মোবাইল ফোনে ৩৩৩ নম্বর ডায়াল করে এই সহায়তা গ্রহণ করা যাবে।