কুষ্টিয়া প্রতিনিধি
শান্তিপুর্ণ পরিবেশে কুষ্টিয়া প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৩-২৫) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন জাগো নিউজের প্রতিনিধি ও জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন যুগান্তর পত্রিকার প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন।
শনিবার সকাল ১০টা থেকে প্রেসকাবের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ৯৮ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার ভোট প্রদান করেন। সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল ফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকতার দায়িত্বে ছিলেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ আলম।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মজিবুল শেখ, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাচ্চু ও দেবাশীষ দত্ত, কোষাধ্য এম লিটন উজ জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন বিজয়ী হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- আনিসুজ্জামান ডাবলু, নরুল কাদের, পিএম সিরাজুল ইসলাম, আবদুর রশিদ চৌধুরী, এসএম রাশেদ, দেলোয়ার মানিক, আব্দুল জিহাদ, খালিদ হাসান সিপাই ও মোহাম্মদ আলী জোয়ার্দ্দার।