কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে বড় ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের চাচাতো ভাই।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর সবগুলোর কেন্দ্রের ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে এ ফল জানানো হয়।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৪৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করে জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আল আহাদ মামুন পেয়েছেন ৩ হাজার ৫৬৪ ভোট। ৬৩ হাজার ৯১৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন আতা। এছাড়া এই উপজেলায় পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা এবং মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন লতা খাতুন।
এ বিষয়ে পরাজিত প্রার্থী আবু আল আহাদ বলেন,এতোবড় অনিয়মের ভোট মেনে নেওয়া যায় না। বেলা ৩টা পর্যন্ত আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি। ভোটার দেখি নাই। এখন গণনার পর দেখি এতো ভোট। নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মানা না মানা সমান কথা। এটা এমনিতেই প্রত্যাখান হয়ে যায়।
তবে এ ব্যাপারে জানার জন্য বিজয়ী চেয়ারম্যান আতাউর রহমান আতার মুঠোফোনে কল দিলে তিনি কেটে দেন।
সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা রিপন শেখ জানান, সাধারণ মানুষদের মধ্যে এখন ভোটের আমেজ আর লক্ষ্য করা যায় না। বেশিরভাগ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।
সৌরভ হোসেন নামে এনএস রোডের এক ব্যবসায়ী জানান, সব দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনে হয়না। ভোটারদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জায়গা কোথায়। সেই সুযোগ নেই বলেই মানুষ ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৩৩।