কোমরে রশি বেঁধে নেওয়া হচ্ছে আদালতে

0
138

হাত দু”খানা পেছনে হ্যান্ডকাপে আটকানো। আটক ব্যক্তির কোমরে রশি বেঁধে থানা থেকে কোট হাজতে নেওয়ার এ ঘটনা বিরল নয়। এ নিয়ে সম্প্রতি উচ্চ আদালত রুলি দিয়েছে। কিন্তু মানছে না পুলিশ। আটক ব্যক্তিকে আদালতে নেওয়ার সময় পরিবহন ভাড়ার টাকা নিয়ে বনিবনা না হলেই তখন আর তার (আটক ব্যক্তির) মান-সন্মান বলে কিছু থেকে না। কোমরে রশি বেঁধে প্রকাশ্য রাস্তা দিয়ে আবার গণ পরিবহনে নেওয়া হয় আদালতে। আটক দুই ব্যক্তি মাসুদ ও রাজু। ওসমানপুর ইউনিয়ন বিএনপি নেতার দায়ের করা মারামারি মামলার আসামি তারা। খোকসা থানা থেকে কোমরে রশি বেঁধে তাদের কুষ্টিয়ার জেলা সদরের কোট হাজতে নেওয়া হচ্ছে। শনিবার সকালে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসায় সাবেক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন