কোমল পানিয় ভেবে বিষ খেয়ে অসুস্থ দুই শিশু

0
109
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কোমল পানিয় ভেবে ঘাস মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পরা দুই শিশুকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশু সাকা’র বয়স সাড়ে চার বছর। তার বাবার নাম দিনু। অপর শিশুর নাম হোসাইন। তার বয়স চার বছর। সে জহুরুলের ছেলে। শিশুরা নিকট প্রতিবেশী ও খেলার সাথি। তাদের দু’জনের গ্রামেবাড়ি রাজবাড়ী জেলার পাংশার শিউর গ্রামে।

বৃহস্পতিবার সকালে শিশু হোসাইনের বাবা জহুরুল জমিতে ঘাস মারা বিষ দেওয়ার বিষ কিনে আনেন। ঘরের বারান্দায় বিষের বতল রেখে পাশেই মেশিন ঠিক করছিলেন। এ সময় হোসাইন ও সাকা কমল পানিয়ে ভেবে বোতল খুলে সামান্য পরিমান বিষের পান করে। এদের এক শিশু বাড়ি ফিরে তিতো আরসি (কমল পানিয়) পান করার বিষয় জানায়। পরিবারের লোকদের সন্দেহ হলে তারা খোজ নিয়ে জানতে পারেন শিশুরা ঘাস মারা বিষ খেয়েছে। পরে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিশু ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।

অসুস্থ হোসাইনের মা সোহাগী বলেন, ঘরের দাওয়ায় (বারান্দায়) বোতল পেয়ে শিশুরা দাঁত দিয়ে তার মুটকি (সিপি) খুলে মুখে দেয়। তিতো লাগায় এক শিশু তা ফেলেদেয়। অন্যজন্য সামান্য খেয়েফেলেছে। টেরপেয়ে তারা শিশুদের হাসপাতালে নিয়ে এসেছেন। অসুস্থ্য শিশুটির ছবি তুলতে না করেন তিনি।

অপর শিশু সাকার মা সাম্মি জানান, তার বাচ্চা কথা বলতে পারে। তিতো লাগায় সে বিষ ফেলে বাড়িতে গিয়ে জানায়। তার শিশু খুব ঘুমাচ্ছে বলেও তিনি জানান।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আবির হোসেন সোহাগ জানান, শঙ্কা থাকলেও শিশুরা ভালো আছে। তবে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।