কৌশানী মুখার্জির ‘ফিগার সিক্রেট’

0
303
Kowshani-DROHO-28-P7
কৌশানী মুখার্জি

দ্রোহ বিনোদন ডেস্ক

ভক্তদের নজর কেড়েছেন ফ্যাশন সচেতন টলিউড সুন্দরী কৌশানী মুখার্জি। তার ‘ফিগার সিক্রেট’-র প্রতি তার ভক্তদের আগ্রহ ব্যাপক।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফিটনেস ট্রেনিংয়ের একটি ভিডিও শেয়ার করেছেন এ টলি ডিভা। তাতে দেখা যাচ্ছে, বাড়িতে ঘাম ঝরিয়ে নিজেকে ফিট রাখছেন তিনি। সে ভিডিও আবার ট্যাগ করেছেন তার জিম ইন্সট্রাক্টরকে। কমেন্টেসে ইন্সট্রাকটর তাকে ‘টর্চার কুইন’ বলে উল্লেখ করেছেন। কৌশানী তার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আরও ভিডিও আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বোল্ড অবতারে ছবি শেয়ার করেন কৌশানী। একের পর এক আবেদনময়ী ফটোশুটে নজর কাড়েন ভক্তদের। নিজেকে রাখেন আলোচনায়। এর আগেও বাড়িতে ফিটনেস ট্রেনিং বা যোগব্যায়ামের ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু এবার শেয়ার করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল তার ‘ফিগার সিক্রেট’ ভিডিও।