খালেদা জিয়ার সঙ্গে ফখরুল সাক্ষাৎ করেছেন

0
113
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাাৎ করেছেন দলটির সদ্য কারামুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সাাতে তারা ঘণ্টাব্যাপী কথা বলেছেন।

সোমবার রাত আটটার পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় সাক্ষাৎ হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মিডিয়া সেলের এই কর্মকর্তা বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাাৎ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত ৮টা ১০ মিনিট থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন মহাসচিব।

রাত ৯টা ৩০ মিনিটে চেয়ারপারসনের বাসা থেকে বের হন বিএনপি মহাসচিব।