দ্রোহ অনলাইন ডেস্ক
খুলনায় ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার বিকালে ডুমুরিয়ার খুলনা-সাতীরা মহাসড়কের খর্নিয়া পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।