স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তোপধ্বনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনার ও পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল শাহাদাত রতœ, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ফজলুল হক প্রমুখ।
সকাল ৮ টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন শিা প্রতিষ্ঠানের স্কাউট, রোভার স্কাউট ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন।