স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খোকসা প্রেসকাব মিলনায়তনে দিনব্যাপী কোরআন তেলায়াত অনুষ্ঠিত হয়। বিকালে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ।
সদ্য প্রয়াত সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদের মেজভাই আব্দুল মমিন শোকসভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।
খোকসা প্রেসকাব ও সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন খোকসা প্রেসকাবের সভাপতি মুন্সী লিটন।
আরো পড়ুন – খোকসায় মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেছেন
প্রেসকাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক দ্রোহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তমা মুনসী, প্রেসকাবের সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, সাংবাদিক হুমায়ুন কবির, বাদশা খান, চঞ্চল হোসেন, মনোয়ার হোসেন, নাহিদুজ্জামান শয়ন, নাজমুল, মিলন খান, আকরাম হোসেন, ডালিম প্রমুখ সাংবাদিক।
জাবালই নূর ও হাফিজিয়া কওমী মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা দিনব্যাপী পৃথক পৃথক কোরআন তেলায়াত করে। সব শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সালাহউদ্দীন।
উল্লেখ্য, গত ৩ জুন হঠাৎ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ মৃত্যুবরণ করেন। মৃত কালে তার বয়স হয়েছিল ৪০ বছর। সাংবাদিক মাসুদ দুই সন্তানের জনক।