খোকসায় “ইচ্ছা-২০০৮” এর কার্যালয় উদ্বোধন

0
57
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 6291456;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়ায় সামাজিক সংগঠনের “ইচ্ছা -২০০৮” এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে আমবাড়ীয়া বাজারে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে ফিতা কেটে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনলাইন গণমাধ্যম এইমাত্র’র পরিকল্পনা সম্পাদক সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম।

এ উপলক্ষে ইচ্ছা -২০০৮ এর সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম।
সামাজিক সংগঠন ইচ্ছা -২০০৮ এর প্রতিষ্ঠাতা সদস্য মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও আমবাড়িয়া জামে মসজিদের সভাপতি মীজানুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার মহিউদ্দিন আজম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সদস্য ও সামাজিক সংগঠন ইচ্ছা -২০০৮ এর অন্যতম সদস্য মো. আল আমিন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো.আলতাফ হোসেন।

এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ইচ্ছা-২০০৮ প্রতিষ্ঠার পর থেকেই এলাকার উন্নয়নে নানাবিধ জনকল্যাণ মুলক কাজ করে আসছে। ইতোমধ্যে সংস্থাটির সদস্যদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়ণে প্রায় ৪ কিলোমিটার এলাকায় সড়ক বাতি স্থাপন, স্থানীয় কবরস্থানের যাতায়াতের জন্য রাস্তা তৈরি সহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন, অসহায় -দরিদ্রদের অব্যাহত সহযোগীতা করে আসছে।

আরও পড়ুন – কুমারখালী প্রেসক্লাবের ৪১ বছর পূর্তিতে গুণীজন সংবর্ধণা

সংস্থাটির সংশ্লিষ্টদের ভাষ্য, এলাকার মানুষের উন্নত চিকিৎসা সেবা প্রদানে অনতিবিলম্বে ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকদের উন্নয়নে বিশেষ উদ্যোগ (বিশেষ করে সেচ উন্নয়ন), তাঁত শিল্পের যথাযথ উন্নয়ন, হতদরিদ্র মানুষের জীবন ও ভাগ্যের উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।