স্টাফ রিপোর্টার
বাড়ির উপর দিয়ে ধান বোঝাই গাড়ি নেওয়াতো বাঁধা দেওয়ায় কিশোরী তান্ত্রিক ও পলিটেকনিক্যাল ছাত্রীর গায়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়র অভিযোগ পাওয়া গেছে। আহত ওই তান্ত্রিক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুরে খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে কিশোরী তান্ত্রিক ও পলিটেকনিক্যালের ছাত্রী রিদ্রি (১৮) উপর প্রতিবেশী এক কৃষক ধান বোঝাই ঘোড়ার গাড়ি চাপিয়ে দেয়। আহত রিদ্রি ওই গ্রামের মৃনাল কান্তি বিশ্বাসের মেয়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রিদ্রি জানায়, বাড়ির ওপর দিয়ে ধান বোঝাই ঘোড়া গাড়ি নিতে বাঁধা দেওয়ায় সকাল থেকে প্রতিবেশী সমীর সরকারের সাথে বিরেধের সূত্রপাত হয়। দুপুরে ওই প্রতিবেশী তাদের (রিদ্রি) বাড়ির কিছু গাছ পালা নষ্ট করে গাড়ি নেওয়ার চেষ্টা করে। এ সময় সে বাঁধা দেবার চেষ্টা করে। এক পর্যায়ে ওই কৃষকের নির্দেশে গাড়ি ওয়ালা তার গাড়ি তান্ত্রিক ছাত্রীর গায়ের উপর দিয়ে চালানোর চেষ্টা করে। এ সময় সে গাড়ির চাকার নিচে পে আহত হয়। গাড়ির চাপে তার শরীরের বেশ কিছু অংশ থেতলে গেছে। এ ছাড়া তার শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে।
আহত ছাত্রীর বাবা মৃনাল কান্তি বিশ্বাস জানান, গতবছর স্বরস্বতী পূজার সময় ওই কৃষক সমীর সরকার ও তার ে ছেলে রিদ্রিও পরিবারের উপর হামলা করে। পূর্ব শত্রæতার জের ধওে এবার তার মেয়েকে গাড়ি চাপা দিয়ে পঙ্গু করে দেওয়া চেষ্টা করেছে বলে অভিযোগ করে। তিনি এ বিষয়ে থানায় মামলা দেবেন বলে জানান।
সমীর সরকারের সাথে কথা বলা হলে তিনি দাবি করেন, ওই কিশোরী তান্ত্রিক ও পলিটেকনিক্যাল ছাত্রী ধানের গাড়ির পেছন দিকে ধরে ঠেকানোর চেষ্টা করছিল। এ সময় সে পরে গিয়ে আঘাত পেয়েছে।