খোকসায় কৃষকের দুটি পা ভেঙ্গে ফেলে গেলো সন্ত্রাসীরা

0
163
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শক্রুতার জের ধরে কৃষক আবুল কালাম আজাদ ওরফে সাকেন (৫৫) এর উপর হামলা করে তার দুটি পা ভেঙ্গে খালের পারে ফেলে গেলো প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। আহত আবুল কালাম আজাদ ওরফে সাকেন মানিকাট গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে। রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতের বড়ভাই আকমল হোসেন জানান, সাকেন আলী রাতে তার জমিতে যাচ্ছিলেন। মানিকাট গ্রামের মধ্যে রাস্তায় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তার দুটি পা ভেঙ্গে একটি খালের পাড়ে ফেলে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তার ছোট ভাইয়ের উপর হামলা করেছে। এখন চাকুরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ করছে। আহতের স্ত্রী হালিমা খাতুন বাদি হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে খোকসা থানায় মামলা করেছেন বলে তিনি নিশ্চিত করেন।

সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই থানা পুলিশ কালিশংকর পুর গ্রামে অভিযান চালিয়ে পিতা ও দুই পুত্রসহ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন রতন খা (৫৫) পিতা অজ্ঞাত, রতন খার দুই ছেলে টুটুল খা ও মুজাহিদ খা।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত সাকেন একাধিক মামলার আসামী। তার উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক রতন খানের ছেলেকে চাকুরি দেওয়া কথা বলে সাকেন প্রায় তিন লাখ টাকা নেয়। তাকে চাকুরি দিতে ব্যর্থ হন। এ টাকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ একাধিক স্থানে সালিশ বৈঠক হয়। কিন্তু পওনাদারের টাকা দেয়নি সাকেন। এ ঘটনার সূত্র ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে একটি বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মারপিট করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন জানান, সাকেনের দুটি পা ভেঙ্গে গেছে। অপারেশন লাগবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাতেই ঢাকায় রেফার্ড করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হামলায় অংশ নেওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।