খোকসায় গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলায় পাঁচজন আহত

0
71

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আম গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলা-পাল্টা হামলায় দু’পক্ষের নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে উপজোর গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়িয়া গ্রামে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, প্রবাসীর স্ত্রী রিনা খাতুনের ছেলে প্রতিবেশীর সিরাজ সরদারের আম গাছের দু’টি ডাল কাঠলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

হামলায় আহত হয়েছেন বৃদ্ধ সহদর সিরাজ সরদার (৬০) ও নবীন প্রামানিক (৫০) পিতা মৃত সামেদ আলী সরদার। প্রতিপক্ষের রিনা খাতুন (৩৫), স্বামী প্রাবসী কিতাই প্রামানিক ও তার দেবর মনিরুল ইসলাম (৪০), পিতা লিয়াকত প্রামানিক। দুই পক্ষ আমলাবাড়ি গ্রামে বসবাস করে।

আহত রিনা খাতুন গাছের ছোট্ট একটি ডাল কাটার কথা স্বীকার করে জানান, তার (রিনার) ১০/১২ বছরের একটি দুরন্ত ছেলে আছে। সে নিজের টিনের ঘরের চালার উপর থেকে প্রতিবেশী সিরাজ সরদারের গাছের দু’টি ডাল কেটে ফেলে। এ ঘটনায় প্রতিপক্ষ তার বাড়ির উপর হামলা করে।

তিনি আরও জানান, সকালে তার বৃদ্ধ শ্বশুর লিয়াকত আলী ঘরে খাবার খাচ্ছিলেন। হামলাকারীরা তাকে ঘর থেকে ধরে নিয়ে পিটেছে।

আরও পড়ুন – সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

আহত নবীন সরদারের ছেলে আরিফুল ইসলাম দাবি করেন, তারা বাবা ও চাচা গাছের ডাল কাটার বিষয়ে প্রতিবাদ করেন। প্রতিপক্ষ তাদের উপর হামলা করে রক্তাক্ত আহত করে। এ ঘটনার সূত্র ধরে তারাও হামলা করেছে বলে স্বীকার করেন।

এ হামলা-পাল্টা হামলার ঘটনায় দু’পক্ষই থানায় মামলা করে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন জানান, রোগীদের অবস্থা স্থিতিশীল আছে। এখানেই চিকিৎসা চলবে।