Home breaking news খোকসায় চাঁদাবাজির মামলায় আটক এক

খোকসায় চাঁদাবাজির মামলায় আটক এক

0
504

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক ধর্ণাঢ্য সরকারী চাকুরী জীবী দম্পতির দোকান ঘরে তালা দেওয়ার পর এবার দাবিকৃত চাঁদার ৫ লাখ টাকা না পেয়ে বসতবাড়ি দখলে নেওয়া ও হত্যার হুমকী দেওয়ার ঘটনায় দায়ের কৃত মামলায় একজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার এ ঘটনায় থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আতিকুল আলম (৪৪) কে গ্রেফতার করে পুলিশ। আটক আতিকুল পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত মাহফুজুল আলম এর ছেলে।

জানা গেছে, ৫ আগস্টের পর ধর্ণাঢ্য সরকারী চাকুরী জীবী দম্পতি দিলিপ কুমার সেন ও অঞ্জনা রানীর কাছে স্থানীয় আওয়ামী লীগের এক ক্যাডার মোটা অংকের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে এই দম্পতির নিজ নামীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তিনটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয় ক্যাডার বাহিনী। সম্প্রতি ওই বাহিনী প্রধান ও তার ক্যাডার বাহিনী চাঁদার দাবিতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার (১৫ মার্চ) রাতে ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে ভাড়াটিয়াদের বাড়ি ফাঁকা করে দেওয়া জন্য নির্দিশ দিয়ে যায়। ক্যাডাররা বাড়ির বসতিদের জানিয়ে যায়, হয় চাঁদার টাকা। না হয় পরিবারের কর্তাকে হত্যা করা হবে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ (সিসিটিভি) ফেসবুকে ভাইরাল হয়।

খোকসা থানা পুলিশের হোয়ার্টস অ্যাপ সুত্রে জানা গেছে, এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভুক্তভোগী অঞ্জনা রানী বাদি হয়ে খোকসা থানায় একটি চাঁদাবাজি ও হত্যার হুমকীর মামলা দায়ের করেছেন। দাবি তার লিখিত এজাহারে দাবি করেন তার স্বামী- দিলিপ কুমার সেন, সাং- খোকসা চুনিয়াপাড়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া এর বাড়ীতে গত ইং- ১০-১২-২০২৪ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উপস্থিত হইয়া আসামী ১। পারভেজ উল আলম রাজন (৪৮), পিতা- আশরাফুল আলম@আশা ডাক্তার, সাং-হিজলাবট, এপি/ সাং-পাতিলডাঙ্গী, ২। মোঃ আশিক বিশ্বাস জনি (২৮), পিতা- মোঃ জাহিদ বিশ্বাস, সাং-পাতিলডাঙ্গী, ৩। মোঃ আতিকুল আলম (৪৪), পিতা- মৃত মাহফুজুল আলম, সাং- খোকসা চুনিয়াপাড়া, সর্ব থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জন ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। বাদি চাঁদা দিতে অস্বীকার করিলে একই তারিখে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সের সামনে তাদের চৌধুরী ফার্সেমী নামে ঔষধের দোকানে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে ইং-১৫-০৩-২০২৫ তারিখ রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার সময় আসামীরা বাদির বসত বাড়ীর ঘরে প্রবেশ করিয়া বাদির বাড়ীর ভাড়াটিয়াদের বলে যে, তোদের মালিকের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা চেয়ে ছিলাম কিন্তু দেয় নি। বিধায় এই বাড়ী আমরা দখল করবো। আগামী সাত দিনের মধ্যে তোমরা অনত্র চলিয়া যাইবা। বাদির অভিযোগের ভিত্তিতে খোকসা থানার মামলা নং-১০, তারিখ- ২০ মার্চ, ২০২৫; ধারা- ১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ The Penal Code রুজু করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়াকে সবুজে ঢাকতে শুরু হলো ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি

এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আতিকুল আলম (৪৪) কে গ্রেফতার করা হয় এবং এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান আছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, একজনকে আটক করা হয়েছে। বাঁকীদের আটকের পক্রিয়া চলছে।