খোকসায় নাতনীর লাঠির আঘাতে বৃদ্ধা আহত

0
93

স্টাফ রিপোর্টার

ঈদের দিন বাড়ির রাস্তায় নসিমন গাড়ি ধোয়ার পানি ফেলা কেন্দ্র করে দুই ছেলে মারামারি ঠেকাতে গিয়ে নাতনীর লাঠির আঘাতে বৃদ্ধা আহত হয়েছেন। এ ঘটনায় বৃদ্ধার দুই ছেলে আহত হয়েছেন।

ঈদের দিন বৃহস্পতিবার সকালে খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমলাপুর গ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃদ্ধা আলেয়া বেগম (৬০), তার ছেলে মোক্তার শেখ (৪২) ও আব্দুল গফুর (৪৫) আহত হয়েছেন। আহতদের স্বামী ও বাবার নাম আকব্বর শেখ। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঈদের দিন সকালে আব্দুল গফুর শেখের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথের উপর তারই ছোট ভাই মোক্তার শেখ তার নসিমন গাড়ি ধোয়ার কাজ করে। এই পানি দেখে গফুরের স্ত্রী খাদিজা প্রতিবাদ করে। দুই পক্ষের মধ্যে ঝগড়া থেকে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত মা ও দুই ছেলেকে ভর্তি করা হয়।

খদিজা জানান, সকালে তার বাড়ির সামনে দেবর মোক্তার গাড়ি ধুয়ে পানি ফেলে। পানি তার বাড়ি ঢোকার দেউড়ি (গেট)’র মধ্যে এসে কাদার সৃষ্টি হয়েছে। এ কথা বলার পর দেবরের পক্ষ নেওয়া শ্বশুর ও অন্যরা তাদের উপর হামলা। তার পুত্র সন্তান নেই, এই সুযোগে তাকে বাড়ি ছাড়া করার জন্য সুযোগ সৃষ্টির চেষ্টা করছে। তিনি আহত স্বামীর চিকিৎসার পর মামলা করবেন বলে জানান।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা আলেয়া খাতুন জানান, ঈদের দিন সামান্য পানি ফেলা কেন্দ্র করে তার দুই ছেলে মারা মারি করছিল। এ সময় তিনি তাদের শান্ত করার চেষ্টা করেন। হঠাৎ তার বড় ছেলে আব্দুল গফুরের কলেজ পড়ুয়া মেয়ে এসে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পরেন। প্রতিবেশীরা তাকে ও হামলায় জড়িয়ে পরা ছেলেদেরর হাসপাতালে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুস্মীতা জানান, বৃদ্ধার মাথার আঘাতটা বেশ গুরুতর। তবে তিনি ভালো আছেন।