স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের গ্রামে নৌকা প্রতিকের প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত ১০টার পর ৪০/৫০ জনের একদল দুবৃত্ত¡ শেখ পাড়া বিহারিয়া গ্রামের নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী অফিসে হামলা করে ভাংচুর করে। হামলা করীরা প্রতিদ›িদ্ব প্রার্থীর পক্ষের শ্লোগান দিতে দিতে আসে বলে অভিযোগ করেন এই প্রার্থীর কর্মীরা।
আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিসের পার্শবর্তী মুদি দোকানি মুছা খা জানান, হামলার সময় তিনি দোকানের পেছনের নিজের বাড়ি ছিলেন। ৪০/৫০ জন লোক শোরগোল করতে করতে এসে অফিস ভাংচুর করে চলে যায়।
জানিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান জানান, রাতে তার লোকজন নির্বাচনি ক্যাম্পিং নিয়ে ব্যস্ত ছিল। এ সময় প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মজিবর রহমান মজিদের লোকজন শ্লোগান দিয়ে অফিসটি ভাংচুর করেছে। শেখ পাড়া বিহারিয়ার নির্বাচনী অফিসটি প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর বাড়ির পাশে হওয়ায় হামলা করা হয়। অফিসে ঝোলানো জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। তিনি এ ব্যাপারে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান।
আনারস মার্কার প্রতিদ্ব›িদ্ব চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজিদ জানান, ৯ নম্বও ওয়ার্ডেরে ঘুরার পাড়ায় এক মেম্বও প্রার্থী ভোট ক্যাম্পিং করছিল। সেখান তার উপর হামলার পর নৌকার প্রার্থীর কর্মীরা নিজেরা নিজেদেও অফিস ভাংচুর করে তার লোকজনকে দুষছে। এই স্বতন্ত্র প্রার্থী হামলঅর সময় পুলিশকে জানায় রাতেই আইনশৃঙ্খলঅবাহীনি ঘটনা স্থলে গিয়েছিল।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান দুই পক্ষই অভিযোগ দিয়েছে। অভিযোগে অতিরঞ্জিত আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।