খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
159
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে গোসলে নেমে আব্দুল্লাহ নামের (৮) এক শিশু মারা গেছে।

শনিবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়ী গ্রামে নিজের বাড়ির পাশের ডোবায় গোসলে নেমে শিশু আব্দুল্লাহ পানিতে ডুবে যায়। সে এ গ্রামের ইমরান শেখের ছেলে।

২ নং ওয়ার্ডের মেম্বর আতিয়ার রহমান জানান, দুপুরে আব্দুল্লাহ গোসলের জন্য বাড়ি থেকে বেড় হয়। আর ফিরে না আসায় পরিবারের লোকেরা তাকে খোজাখুজি করতে থাকে। এক পর্যাযে বাড়ির পাশের ডোবায় শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

নিহতের ভাই রোকনউজ্জামান জানান, তার ভাই সাতার জানত না। ডোবায় গোসলে নেমে সে আর উঠতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।