খোকসায় প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষরোপন ও মিলাদ মাহফিল

0
364
খোকসায় যুবলীগ ও ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে কুষ্টিয়ার খোকসায় যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দেগ্যে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার বিকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা চত্বর, সরকারী-বেসরকারী স্কুলের আঙ্গিনায় কয়েক’শ বৃক্ষের চারা রোপন করা হয়। এ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন, সোহানুর রহমান শুভ, জুয়েল রানা, তুহিন, শাহীন, সাব্বির, অন্তর, রনক প্রমূখ।

ছাত্রলীগের উদ্দেগ্যে খাবার বিতরণ

এর আগে বাদ জোহর সংগঠন দুটির পক্ষ থেকে মিলাদ মাহফিল ও অনাথ এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। খোকসা কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারী আয়ুব আলী। এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ জসীম উদ্দীন বিপ্লব সাবেক সহসভাপতি, খোকসা উপজেলা ছাত্রলীগ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে মিলাদ মাহফিলের ছবি-দ্রোহ

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ঘরে জন্ম নেন শেখ হাসিনা। তাঁর শৈশব-কৈশোর কেটেছে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।