খোকসায় মহান বিজয় দিবস পালিত

0
60

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে মহান বিজয় পালিত হয়েছে।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যদিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতার শুভ সূচনা হয়। সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও সংসদ চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এখান থেকে আনন্দ র‌্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে খোকসা উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবছরই প্রথম উপজেলা চত্বরে পুলিশ আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরা সালাম প্রদর্শন করেন। দুপুরে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা হয়।

কুচকাওয়াজ ও সালাম প্রধান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ও থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল প্রমুখ আলোচনায় অংশ নেন।

মহান বিজয দিবস উপলক্ষে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা মডেল মসজিদসহ প্রাক-প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন মসজিদে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

এছাড়া বেলা ১১ টায় উপজেলা চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

মহান বিজয় দিবস জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন পৃথক র‌্যালী ও সমাবেশ করেছে।

সকালে জামায়াতে ইসলামী খোকসা শাখার নেতাকর্মীরা খোকসা ডিগ্রী কলেজ এলাকায় খন্ড খন্ডো মিছিলসহ জমায়েত হয়। পরে তারা র‌্যালীসহ উপজেলা পরিষদ ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।

আরও পড়ুন – রমজানে ভোজ্য তেলে ভ্যাট কমিয়েছে সরকার

এ দিন সকালে খোকসা বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন সমাবেশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ শাজাহান আলী, এ সময় বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার খান, ইসলামী যুব আন্দোলনের জাহাঙ্গীর হোসাইন, আসলাম হোসাইন প্রমুখ।

আরও পড়ুন – কুষ্টিয়ার মোকামে দফায় দফায় বাড়ছে চালের দাম

ইসলাম ইসলামী যুব আন্দোলন খোকসা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।