খোকসায় শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
89

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায়র নব গঠিত থানা ও পৌর শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ সংসদের সভা কক্ষে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলাউদ্দিন খাঁন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খ ম মখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হোসেন শিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আজাদ হোসেন।

আরও পড়ুন – খোকসায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বক্তব্য রাখেন খোকসা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝন্টু, খোকসা পৌর শ্রমিক দলের সভাপতি আঃ রশিদ রঙ্গিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

আরও পড়ুন – চায়ের দোকানির মৃত্যুকেন্দ্র করে হামলায় তিন পুলিশ আহত

পরিচিতি সভা শেষে খোকসা বাজারে একটি আনন্দ মিছিল বের করা হয়।