খোকসায় সাবেক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0
116

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শনিবার সকালে বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের রহমান জ্যাকি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে থানা বিএনপির অফিস এলাকা থেকে আমরা বিএনপি পরিবারের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা বাস স্ট্যান্ডে এসে মানববন্ধন সৃষ্টি করে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিস আহমেদ রাজু, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ তৈয়ব সরকার, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাসেম আলী, জিয়া পরিষদের জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন।

জানা গেছে, শুক্রবার সকালে ওসমানপুর ইউনিয়ন বিএসপি’র সভাপতি শহীদ মেম্বর ও মিরাজ মেলেটারী গ্রæপের মধ্যে খোকসা খেয়া ঘাটে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জুবায়ের রহমান জ্যাকি (২৭) আহত হয়। সে ওসমানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

সূত্রটি আরও জানায়, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বর ও বিএনপিতে সদ্য যোগদানকারী মিরাজ মেলেটারীর মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। ৫ আগস্টের পর ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মিরাজ বিএনপিতে যোগদেন। সম্প্রতি এক গরু চোর ধরা কেন্দ্র বিবাদ মান দুই পক্ষ নতুন করে বিরোধে জড়িয়ে পরে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় মিরাজ মেলেটারিকে ধাওয়া করে। তিনি আত্মগোপন করে প্রাণে রক্ষা পান। এর কিছু সময় মিরাজ মেলেটারীর ছেলে ও লোকেরা নদী পার হয়ে উপজেলা সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খোকসা খেয়া ঘাটে দুই পক্ষ হামলা পাল্টা হামলায় জড়িয়ে পরে।

ওসমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ মেম্বর জানান, তার প্রতিপক্ষ মিরাজ মেলেটারি বিএনপির এক নেতার কাছে যোগদান করে। এর পর থেকে তার লোক-জনকে হুকমী ধামকি দিয়ে আসছে। শুক্রবার সকালেও খেয়া নৌকার উপর তার ভাতিজা জ্যাকির উপর হামলা করে। তিনি এ হামলার বিচার দাবি করেন।

আরও পড়ুন – খোকসায় মসজিদ থেকে একসাথে দুটি মোটরসাইকেল চুরি

মিরাজ মেলেটারীর সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি অভিযোগ করে বলেন, পান থেকে চুন খসলেই তাদের উপর হামলা নির্যাতন চালায় তালিকা ভুক্ত সন্ত্রাসী বিএনপি নেতা শহীদ মেম্বরের লোকেরা। এই সন্ত্রাসীদের ভয়ে তিনি উপজেলা সদরে আত্মোগোপনে আছেন। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তার উপর হামলা করা হয়। পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ তার পক্ষের লোকদের আটক করেছে।