স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামে গরু বোঝাই নসিমন উল্টে দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার শোমসপুর-কালীতলা সড়কে আমতলা নামক স্থানে। এ ঘটনায় নজরুল ইসলাম (৪৫) ও বাচ্চু (৩৫) নামের দুই গরু ব্যবসায়ী আহত হয়। তাদের বাড়ি খোকসা উপজেলার ধুষুন্ডা গ্রামে।
আহত গরু ব্যবসায়ীদের পরিবার সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ীরা পাংশা হাটে গরু কেনা-বেচা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। আমতলায় এসে তাদের বহনকারী স্যালোইঞ্জিন চালিত নসিমনটি দুর্ঘটনার কবলে পরে। স্থানীয়রা আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।