স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৭৫০ জন মাকে নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পে করোনা মহামারি ওমিক্রণ সংক্রমনে নতুন বিধিনিষেধে মা ও শিশুদের স্বাস্থ্য সুরায় ব্যক্তির পাশাপাশি পারিবার ও সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দেয়া হয়।
হেলথ ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে মা ও শিশুর স্বাস্থ্য সুরা এবং করোনা প্রতিরোধ বিষয়ে দীর্ঘ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান।