স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালিয়ে ৩ হোটেল মালিককে জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে জয়গোপাল হোটেল, ফজলু হোটেল ও অভি হোটেল এন্ড রেস্টুরেন্টের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজার জাত করার অভিযোগে হোটেল মালিকদের পৃথক পৃথক প্রায় ১৭ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযানের সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা।