খোকসায় ১৮ মাসের শিশু অগ্নীদগ্ধ

0
161
প্রতিকী ছবি

ষ্টাফ রিপোর্টার

খোকসা ও পাংশার সীমান্তবর্তী লক্ষদিয়া গ্রামে আখার আগুনে পরে এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী লক্ষদিয়া গ্রামের জিল্লুর রহমানের ১৮ মাস বয়সের শিশু সন্তান মায়ের সাথে চুলার পাশে বসে ছিল। এক পর্যায়ে মা ভাতের হাড়ি নামাতে ব্যস্ত হয়ে পরে। এ সময় শিশুটি চুলার আগুনের মধ্যে পরে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার জাহিদ জানান, শিশুটির শরীরের ২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।