স্টাফ রিপোর্টার
সব শঙ্কা কাটিয়ে খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।
সোমবার সকালে উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। এটিই জেলায় প্রথম ইভিএম এ ভোট গ্রহন। ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত ৬ টি ভোট কেন্দ্রসহ গোটা পৌর এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরী করেছে র্যাব, বিজিবি, পুলিশ ও সরকারের অন্যান নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

সকালে ভোট শুরুর আগেই ব্যপক সংখ্যক নারী ভোটার উপস্থিত হয় ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে। প্রথম দুই ঘন্টায় কম ভোট পোল হওয়ায় কেন্দ্রের বাইরে নারী ভোটারদের লম্বা লাইন সৃষ্টি হয়েছে। এই কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী পোলিং এজেন্টটের দেখা মেলেনি। তবে ৮ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ৯৯৫ ভোটের মধ্যে সর্বাধিক ৩৫০ ভোট পোল হয়েছে প্রথম দুই ঘন্টায়।
মেয়র পদে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতিকের প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র তারিকুল ইসলাম এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষের প্রার্থী নাফিজ আহমেদ রাজু। এ ছাড়া ৯টি ওয়ার্ডের ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোকসা পৌরসভা প্রায় ১৪ হাজার ৯ শত ৩২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৩৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪৮৬ জন।
বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজুর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান স্বাভাবিক ভোট হচ্ছে। তবে ৪ নম্বর কেন্দ্রে তার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।