গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

0
327
DE-DRO-29-P9
ব্যাংক কর্মকর্তা রাফসান হক খান।

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর ব্যাংক কর্মকর্তা রাফসান হক খানের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার দুপুরে ৫ বন্ধু গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হন রাফসান। এরপর শুক্রবার সকাল সাতটার দিকে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, টানা ১৩ ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে শহরের ঘোড়াঘাট এলাকায় রাফসানের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর সকাল ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাফসানের বাসা শহরের থানাপাড়া এলাকায়। তিনি মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। চলতি মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন রাফসান।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, রাফসানের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাদতন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।