ঘুর্ণিঝড়ের প্রভাবে মোংলা বন্দরের সব কার্যক্রম বন্ধ

0
117
Ampin-dro-20-p5-compressed
ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘুর্ণিঝড় আম্পান এর প্রভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে ১০ নম্বর মহা বিপদ সংকেত জাড়ির পর মংলা সমুদ্র বন্দর কার্যত অচল হয়ে পরেছে। সাগর উত্তাল থাকায় নদীতে জোয়ারের পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রায় ৩০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘুর্ণিঝড়ের প্রভাবে প্রভাত থেকে বেলা ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই সাথে থেমে থেমে দমকা হাওয়া বইছে। নদী ও সাগর উত্তাল রয়েছে। ।

বন্দর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বন্দরের চ্যানেলে ১১টি বিদেশি পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় এসব জাহাজের পাশ থেকে পণ্যবাহী লাইটার ও কার্গো জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের সব অপারেশন কাজ বন্ধ রাখা রয়েছে। কর্তৃপক্ষ জরুরি এলার্ট ৪ জারি করেছে। এ ছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজের জন্য বন্দরের নিজস্ব নৌযান, নৌ বাহিনী ও কোষ্টগার্ড প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েচে বলে জানায় স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বন্দর, উপজেলা ও পৌর কর্তৃপক্ষ পৃথক কন্ট্রোল রুম খুলেছে।