দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক
পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষ আগামী শনি বা রবিবার পৃথিবীর বুকে আছড়ে পড়বে বলে জানিয়েছে মার্কিন প্রতিরা বিভাগের সদর দফতর পেন্টাগন। ঠিক কোন সময়ে বা কোথায় এটি পড়বে তা জানা সম্ভব হয়নি। খবর এএফপির।
বৃহস্পতিবার মার্কিন প্রতিরামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, চীনা রকেটটি গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রতিরা বিভাগের নেই।
লয়েড সাংবাদিকদের বলেন, আমাদের অনেক কিছু করার সমতা রয়েছে, কিন্তু এটিকে গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা আমাদের নেই।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা এটি এমন কোনো জায়গায় পড়বে যেখানে কারোর তি হবে না। আশা করা যায় সাগর অথবা এমন কোনো জায়গায়।
লং মার্চ ৫বি নামের রকেটটি বেইজিংয়ের মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়ে যাওয়ার পর এটি কপথ থেকে বিচ্যুত হয়ে যায়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে, এই রকেটের ধ্বংসাবশেষ জনবহুল অঞ্চলে বিধ্বস্ত হতে পারে আবার আন্তর্জাতিক জলসীমাতেও পড়তে পারে।
মহাকাশ বিশেষজ্ঞ সং ঝংপিংয়ের বরাত দিয়ে গেøাবাল টাইমস জানিয়েছে, চীনের স্পেস মনিটরিং নেটওয়ার্ক এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখবে এবং কোথাও কোন তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মহাকাশে এই রকেটের ধবংসাবশেষ এখন পৃথিবী প্রদণি করছে এবং এটি বায়ুমÐলের নিম্ন স্তরে ঢুকছে। এর মানে হল, এটি পৃথিবীর চারিদিকে বৃত্তাকারে ঘুরতে ঘুরতে নীচের দিকে নেমে আসছে।