চ্যানেল আইতে নজরুল উৎসব

0
156
Nazrul-DROHO-02-11-20P-10

দ্রোহ বিনোদন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে চ্যানেল আই শুরু করতে যাচ্ছে গবেষণাভিত্তিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’।

অনুষ্ঠানটির প্রচার শুরু হচ্ছে ৪ নভেম্বর থেকে। প্রতি সপ্তাহে বুধবার রাত ১১টা ৩০ মিনিটে নিয়মিত প্রচার হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান্য পাবে কাজী নজরুলের গান, কবিতা, উপন্যাস, গল্প, চিঠিপত্র, নজরুল বিষয়ে আলোচনা এবং নজরুলের জীবনী থেকে প্রতি পর্বে থাকবে স্মৃতিচারণ। এ অনুষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে স্কুল ভিত্তিক নজরুল চর্চা।

এ উপলক্ষে চ্যানেল আই ভবনে সম্প্রতি এক অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানটির সঞ্চালক এবং পরিকল্পক জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি নুরুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, এবং নজরুল উৎসবের পৃষ্ঠপোষক ‘বাঁশরী’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. খালেকুজ্জামান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, কবি, আবৃত্তিকার, নজরুল গবেষকরা।