জাদুঘরে উন্মুক্ত হলো কাঙ্গাল হরিনাথের মুদ্রণযন্ত্রটি

0
186

কুমারখালী প্রতিনিধি

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৯০ তম জন্মবার্ষিকীতে তাঁর ব্যবহৃত ও দেশের প্রথম ঐতিহাসিক এম এন প্রসে ব্যবহৃত মুদ্রণযন্ত্র টি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরে ফিতা কেটে ও মোড়ক সরিয়ে মুত্রণযন্ত্রটি উন্মুক্ত করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -০৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধর প্রয়াত অশোক মজুমদারের স্ত্রী গীতা মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আল মাছুম মুর্শেদ শান্ত, রানা টেক্সটাইলের স্বত্ত্বাধিকার মাসুদ রানা, সাংবাদিক কে এম আর শাহিন।

উল্লেখ্য, গত শনিবার বেলা ১১ টায় রাজধানী ঢাকা শাহবাগের জাতীয় জাদুঘরের নব নির্মিত বোর্ড সভা কে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা স্বার করা হয়। ২০ লাখ টাকার চেক ও দুইজনের চাকুরির বিনিময়ে মুদ্রণ যন্ত্রটি হস্তান্তর চুক্তিপত্রে স্বার করেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী গীতা মজুমদার ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামান।

সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার বাংলায় ১৩০৩ ( ১৮৩৩ ইং) সনের ৫ই শ্রাবণ কুমারখালীর কুন্ডুুপাড়ায় জন্মগ্রহণ করেন।