স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জানিপুর কমলাপুর যুবসংঘ ও লাইব্রেরী ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলায় কুমারখালীর নাফিজা স্পোর্টস একাদশ ২-০ গেলের ব্যবধানে পাংশা ফুটবল একাদশকে হারিয়েছে।
শুক্রবার বিকালে জানিপুর পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি তদন্ত মোঃ আব্দুল গফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল আলম (আক্কাস), প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আব্দুল ছালাম, জামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর সেলিম হুসাইন, আরমান হোসেন, সাগর হোসেন।
ক্রিড়া ব্যক্তিত্ব নাফেজ আহমেদ রাজু বিজয়ী পাংশা ফুটবল একাদশের ম্যান অফ দ্যা ম্যাচ এবং সেরা গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন – খোকসায় শিক্ষকের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ
সভাপতিত্ব করেন জানিপুর কমলাপুর যুবসংঘের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাসেম আলী। খেলাটির ধারা বর্ণনা করেন মমিন হোসেন ডালিম।