ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচদিন আগে অপহৃত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলার হাজামাপাড়া গ্রামের একটি একটি শ্যালো মেশিনের ঘরের মাটি খুঁড়ে বৃহস্পতিবার গভীর রাতে সুজন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সুজন (২১) আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।
আটকরা হলেন- শৈলকুপা উপজেলার হাজামপাড়া গ্রামের বাবলু শেখের ছেলে সাকিব (২০), কলিম উদ্দিনের ছেলে নাজমুল (১৮) ও ১৫ বছরের এক কিশোর।
সুজনের চাচা শফিউদ্দিন বলেন, রবিবার বিকালে শৈলকুপা টেলিফোল একচেঞ্জ ভবনের সামনে থেকে রাকিব ও সাকিব নামে দুইজন টাকা দেওয়ার কথা বলে সুজনকে মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এরপর থেকে সুজনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।পরে শ্যালো মেশিনের ঘরের মাটি খুঁড়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ওই কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে সুজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।