ঝিনাইদহে ইট ভাটার মালিক শ্রমিকরা মানববন্ধন করেছে

0
159
JHENIDA-MANOBBONDHON-DROHO-4-2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পরিবেশ ছাড়পত্র প্রদানের দাবিতে ইট ভাটা মালিক সমিতির বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলীপি প্রদান করেছে।

বৃহস্পতিবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাস ষ্ট্যান্ডে মুজিব চত্বরে জেলা ইটভাটার মালিক সমিতি এ কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে মালিক ও শ্রমিকরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে ইট প্রস্তুুতকারী মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান জানান, জেলায় ১১৫টি ইটভাটা রয়েছে। কয়েক হাজার শ্রমিক এ শিল্পের সাথে জড়িত রয়েছে। সরকারের ভ্যাট দিয়ে জিগজ্যাগ ভাটা করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তারপরও পরিবেশ অধিদপ্তর নানা অজুহাতে আট ভাটা গুলোতে অভিযান পরিচালনা করে আসছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তাছাড়াও নতুন করে পরিবেশের ছাড়পত্র না দেওয়ার কারনে ব্যবসায়ী ও শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলীপি প্রদান করা হয়।