ঝিনাইদহে কারাগার থেকে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার

0
113

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা কারাগারের বাথরুম থেকে মফিজ (৩৬) নামের এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি একটি মামলার ৫ বছরের সাজা প্রাপ্ত অপরাধি ছিল।

রবিবার সকাল ১১টার দিকে কারাগারের কপোতা ওয়ার্ডের ৩ নং সেলের টয়লেটের গ্রীলে ঝুলন্ত অবস্থা থেকে মফিজের মৃতদেহটি উদ্ধার করা হয়। কারা কর্তৃপ এ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করছে। নিহত কয়াদি শৈলকুপার বাগুটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, মৃত কয়াদি মফিজ ২০১৬ সালের একটি যৌতুক মামলায় (মামলা নং সিআর ৮৪/২০১৬) ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের জানুয়ারির ২১ তারিখে কারাগারে আসেন।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, মফিজ (৩৬) নামের এক কয়েদি আত্মহত্যা করেছে। সে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মুজিবরের ছেলে। ১১টার দিকে টয়লেটের গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অন্য বন্দিরা তাকে দেখতে পেলে উদ্ধার করে। তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।