ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু নিহত

0
139
jhenaidah-Dro-27-p-1
ফায়ার সার্ভিস কর্মী ( ফাইল ছবি)

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ট্রাক চাপায় রিমা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া বলেন, সকাল ৯ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা। ঝিনাইদহ থেকে যশোরগামী দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশু রিমার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

আরও পড়ুন কুষ্টিয়ায় আরও একজন করোনা রোগীর মৃত্যু