ঝিনাইদহে নতুন পাঠ্যবই বিতরণ

0
132

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিন নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।

সোমবার সকালে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শিার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

পরে জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

সোমবার শহরের পাগলাকানাই এলাকায় শহীদ মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন দাতা সদস্য মাহফুজুর রহমান হাসান।

উল্লেখ্য, এবছর জেলার ৬ টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯ লাখ ৭৭ হাজার ৭’শ ৩৬ ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ২৩ হাজার ৮’শ ৫২ টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।